স্থানীয়রা এই অস্ত্রগুলোকে "বুবি-ট্র্যাপ রোবট" নামে ডাকে। তারা বলছেন, এটি তাদের জীবনে প্রথমবারের মতো এমন একটি অস্ত্র দেখে যা অতীতের কোনো যুদ্ধে দেখা যায়নি। গাজায় এখন খুব ঘনঘন এসব অস্ত্র ব্যবহার হচ্ছে।আলম আল-ঘৌল আরও যোগ করেন, এই রোবটগুলো মূলত পুরানো ট্যাংক বা সাঁজোয়া যান যা আর ব্যবহারের উপযোগী নয়। এগুলো বিস্ফোরক দিয়ে ভর্তি করে গাজার রাস্তায় ফেলে দেয়া হয় এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। তিনি এই তথ্য বিবিসিকে জানান।"লক্ষ্যবস্তু এলাকায় স্থাপনের কয়েক মিনিট পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ রক্তবর্ণ হয়ে যায়," তিনি বলেন।"বিস্ফোরণ এলাকার আশেপাশে যদি মানুষ থাকে, তাহলে তাদের কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এমনকি ধ্বংসাবশেষও ছিন্নভিন্ন হয়ে যায়, আমরা তাদের অক্ষত পাই না," বলেন মি. ঘৌল, যিনি মাঝে মাঝে গাজায় যুদ্ধে...