বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করা সম্ভব। এজন্য বন্ডের চাহিদা বাড়াতে হবে। বন্ড মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করছে। ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনের কনফারেন্স হলে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এক সেমিনারের প্রথম সেশনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অন্যান্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি থাকলেও বাংলাদেশে অর্থায়নে ব্যাংকের...