পশ্চিম তীরের কোনো অংশ দখল বা সংযুক্ত করার চেষ্টা করলে নেতিবাচক প্রভাব পড়বে বলে ইসরায়েলকে সতর্ক করেছে সৌদি আরব। এক্ষেত্রে ইসরায়েল-সৌদি স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাতিল ও নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, এছাড়া ইসরায়েলের জন্য আকাশপথও বন্ধ করতে পারে সৌদি আরব। আব্রাহাম চুক্তিও হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলি প্রতিক্রিয়া নিয়ে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে পশ্চিম তীরের কিছু অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিবর্তন করে ইসরায়েলের হাতে নেওয়া এবং যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের কনস্যুলেট বন্ধ করা। গত সপ্তাহে নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, রাজনৈতিক চাপের মুখে পশ্চিম তীরের ৬০ শতাংশ...