চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম গত দুইদিন থেকে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য সেবাগ্রহীতা। তবে কবে নাগাদ কার্যক্রম সচল হবে তা নিশ্চিত করতে পারিনি কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে গেল দুইদিন ধরে বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্ভার চালু করা যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েক শতাধিক মানুষ। আঞ্চলিক পাসপোট অফিসের উপ-সহকারি পরিচালক এস এম জাকির হোসেন বলেন, কখন সার্ভার সচল হবে...