ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই হবে, আর সেটা নিয়ে বিতর্ক উঠবে না এমন খুব কমই হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের ক্যাচ নিয়ে উঠেছে বিতর্ক। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, ওই আউট দিয়েছেন বাংলাদেশি থার্ড আম্পায়ার। কিন্তু এটা ভুল তথ্য। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর জামান। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ নিলেও বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছিল কীনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এ কারণে সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। যাকে থার্ড আম্পায়ারও বলা হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, টিভি আম্পায়ার ছিলেন বাংলাদেশিগাজী সোহেল। কিন্তু এসিসি ও ক্রিকইনফোর তথ্য বলছে এই ম্যাচে আফগানিস্তানের আহমেদ শাহম পাকতিনের সাথে ফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশের গাজী সোহেল...