জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এবারও প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউ ইয়র্কে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে স্থানীয় আওয়ামী লীগের যেকোনো নেতিবাচক কর্মসূচি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির খবরে নিউ ইয়র্ক শহরে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং অস্বস্তি তৈরি হয়েছে। ফ্লোরিডা, ভার্জিনিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন প্রদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্ক শহরে জড়ো হতে শুরু করেছেন। তবে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিশেষ করে জাতিসংঘের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।...