বাংলাদেশের তরুণদের নিয়ে গঠিত দুইটি দল গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা যাচ্ছে, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে দলীয় পর্যায়ে কয়েক দফা আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেওয়া হয়নি। দুই দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে যেমন হয়েছে, তেমনি দলীয় পর্যায়েও বৈঠক হয়েছে। সেখানে দুই দলের একীভূত হওয়ার বিষয়ে বেশ কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশেষ করে একটি নিবন্ধিত দলের সঙ্গে আরেকটি অনিবন্ধিত দল কীভাবে এক হবে, দলের নেতৃত্ব কাঠামো কি হবে, ইত্যাদি বিষয়ে এখনো আলোচনা চলছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতারা এবং...