প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী ক্যাম্পে আরেকটি হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছেন। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলাটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআডব্লিউএ পরিচালিত একটি ক্লিনিকের পাশে করা চালানো হয়েছে ।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার সকাল থেকেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ২৮৩ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখ ৬৬, হাজার ৫৭৫ জন। এ ছাড়া এখন পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিজনিত ৪৪০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে ১৪৭ জন শিশু।আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, ড্রোন ও নিয়ন্ত্রিত বিস্ফোরক রোবট ব্যবহার করে মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। মানুষের চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। চারদিকে...