সংস্থাটি জানিয়েছে, আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ও রাতের ট্রেন চলাচল আরও সুবিধাজনক হবে, পাশাপাশি ট্রেনের বিরতিও কমানো হচ্ছে। উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)। এছাড়া ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ট্রেন চলাচলের বিরতিও কমানো হচ্ছে। বর্তমানে সর্বনিম্ন ৬ মিনিট অন্তর ট্রেন চলাচল করলেও নতুন ব্যবস্থায় সোয়া ৪ মিনিট অন্তর একটি ট্রেন চলবে। এতে সকাল ও সন্ধ্যায় যাত্রীদের ভোগান্তি কমবে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পরিবর্তনগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা যাচাই করতে আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে সময়সূচি চালু করছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই...