বগুড়ার শেরপুরে কুসুম্বি ইউনিয়নের একটি পুকুর থেকে প্রায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বগুড়া র্যাব-১২। যার বাজারমূল্য কমপক্ষে দুই কোটি টাকা বলে জানা গেছে।এ ঘটনায় পুকুরের মালিক (লিজগ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮) গ্রেপ্তার হয়েছেন। রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কার করার পর থেকে ওই পুকুরপাড়ে অচেনা মানুষের আসা-যাওয়া বেড়ে যায়। এরই একপর্যায়ে গত...