আজ (২২ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি একটি ডিক্রি স্বাক্ষর করে বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সম্পর্কিত নিয়ম সংশোধনের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, নতুন বিধান ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ‘কে ভিসা’ বিদ্যমান ১২টি সাধারণ ভিসা ক্যাটাগরির তুলনায় প্রবেশের সংখ্যা, মেয়াদ এবং অবস্থানকালীন সুবিধার ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে। ভিসাধারীরা চীনে প্রবেশের পর শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, উদ্যোক্তা কার্যক্রম ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন। চীন কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই ভিসার জন্য স্থানীয় কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র লাগবে না, ফলে প্রক্রিয়াটি অনেক সহজ হবে। দেশের...