মনোবিদরা বলছেন, প্রাক্তনের সঙ্গে আবার নতুন করে কিছু ভাবার আগে, কিছু বিষয় ভালোভাবে ভেবে দেখা দরকার। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েকটা সৎ প্রশ্ন করা খুব জরুরি।মানসিক স্বাস্থ্যভিত্তিক ওয়েবসাইট Psychology Todayএমনই ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।সে কি সত্যিই বদলেছে?যে মানুষটা একসময় আপনাকে বুঝত না, সম্পর্কের মূল্য দিত না, কিংবা মানসিকভাবে কষ্ট দিত—সে কি এখন সত্যিই বদলে গিয়েছে? ফিরে গেলে যদি ঠিক আগের মতোই আচরণ করে, তাহলে কি আপনি মানসিকভাবে সেটা মোকাবিলা করতে পারবেন? নাকি শুধু ভেবেই নিচ্ছেন—সময় সব ঠিক করে দেবে?কেন তখন আপনি সরে এসেছিলেন?একবার ভাবুন—আপনারা দুজন কেন আলাদা হয়েছিলেন? সেটা কি অবিশ্বাস, অবহেলা বা অনুভবের ঘাটতির মতো বিষয় ছিল? নাকি বাইরের চাপ, যেমন পরিবার, দূরত্ব বা সময়ের অভাব ছিল কারণ? এবার যদি ফিরেন, সেই পুরোনো সমস্যাগুলো কি আবার সামনে আসবে...