পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলতে রাজি, কিন্তু মাঠে হাত মেলাতে রাজি নয়। ভারতের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুললেন খোদ তাদের দলেরই সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক ক্রিকেটার এবং কংগ্রেস নেতা এনডিটিভির একটি অনুষ্ঠানে বলেন, ‘ভারত যখন খেললোই, তাহলে হাত মেলাতে পারতো। তাতে কোনও সমস্যা হতো না। আমি বুঝতে পারলাম না সমস্যাটা কোথায় ছিল।’ পাকিস্তানের বিরুদ্ধে মাস কয়েক আগেই সরাসরি যুদ্ধে জড়িয়ে গিয়েছিল ভারত। এরপর থেকে তাদের বিপক্ষে ক্রিকেট বয়কটেরও দাবি উঠে। তবে সেই দাবি উপেক্ষা করে এশিয়া কাপে খেলছে ভারত। দুই-দুইবার মুখোমুখিও হয়েছে। তবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের টসের পর থেকেই শুরু হয় বিতর্ক। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে। দলপত্র...