নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি তাদের প্রধান কার্যালয়ের জন্য একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে তথ্য প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। একদিকে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সাংবাদিকের ব্যক্তিগত মতামত’ বলে উড়িয়ে দিচ্ছে ব্যাংক, অন্যদিকে স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো চিঠিতে নিজেরাই ভবন কেনার বিস্তারিত তথ্য দিয়েছে। ব্যাংকের এই পরস্পরবিরোধী অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংক মতিঝিলে একটি ২১.৫ তলা বাণিজ্যিক ভবন কিনতে যাচ্ছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা। ভবনটির মোট আয়তন ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। অথচ এই বিশাল অঙ্কের লেনদেন নিয়ে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তখন ব্যাংক কর্তৃপক্ষ সেই সংবাদকে উদ্দেশ্যমূলকভাবে 'ভিত্তিহীন' বলে আখ্যা দেয়। ডিএসই-কে পাঠানো চিঠিতে...