লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় ট্রাকের ধাক্কায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম নোয়ান হোসেন (১২)। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নোয়ান রসুলগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে। সে চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় নোয়ান হোসেন। চররুহিতা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে নোয়ান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে...