দেশীয় শোবিজের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নওশীন নাহরীন মৌ বর্তমানে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আড়াই বছর পর চার মাস আগে সন্তানকে নিয়ে অনেকটা চুপিসারেই দেশে আসেন এই তারকাদম্পতি। দেশে আসার পর অবশ্য কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন নওশীন। তবে নতুন কোনো কাজ করেননি তিনি। ঘোরাফেরা শেষে আবারও চুপিসারেই কন্যা মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন এই দম্পতি। অভিনেতা ও ইউটিউবার আদনান...