বিশ্বের শীর্ষ মেধাবীদের জন্য কিছু ভিসা ফি বাতিলের প্রস্তাব খতিয়ে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) সোমবারের (২২ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এমন পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাজ্য। এমন সময়ে এই পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে, যখন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ এমন বিকল্প নিয়ে আলোচনা করছে, যার মধ্যে থাকতে পারে বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সম্পূর্ণ ফি মওকুফ। এক কর্মকর্তা এফটিকে বলেন, 'আমরা এমন ধরনের মানুষদের নিয়ে কথা বলছি, যারা বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অথবা মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। আমরা খরচ শূন্যে নামিয়ে আনার ধারণা নিয়ে আলোচনা করছি।' প্রতিবেদন অনুযায়ী, এসব সংস্কার...