ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হন তারা। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। ডাকসুর পুরোটাই এখন শিবির সমর্থিত প্যানেলের দখলে। ভিপি হওয়ার পর জুলাই আন্দোলনের এই সহযোদ্ধা কীভাবে সামলাবেন পরিস্থিতি, কেমন রাখবেন ক্যাম্পাসের পরিবেশ, শিক্ষার্থীদের জন্য কী করতে চান, নারীদের পোশাকই বা কেমন হবে, এসব বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাদিক কায়েম। ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফেরদাউস রহমান। জাগো নিউজ:ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন। বেশ কয়েকটা দিন গেলো, কেমন লাগছে আপনার? অনুভূতি কেমন? একটু শেয়ার করবেন। সাদিক কায়েম:ভালো লাগছে অবশ্যই। তবে আমরা সবাই জয়ী হয়েছি,...