বাস্তব জীবনেও প্রেমে জড়ালেন সাইয়ারা জুটি। ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকা আহান পান্ডে আর আনীৎ পাড্ডাকে নিয়ে এমন খবরই উড়ছে বলিউডের বাতাসে। পর্দায় তাদের কেমিস্ট্রি দেখে দর্শক মুগ্ধ হয়েছে। দেশ বিদেশে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বক্স অফিসেও সাইয়ারা জুটি করেছে বাজিমাত। শোনা যাচ্ছে, তাদের এই কেমিস্ট্রি এখন শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নেই। বাস্তবেও প্রেমে মজেছেন তারা! জানা গেছে, শুটিংয়ের সময় নাকি আহান খুব খেয়াল রাখতেন আনীতের। একসঙ্গে কাজ করতে করতে তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে প্রেমে বদলে গেছে। এখন তারা নাকি একেবারে সোনায় সোহাগা যুগল! কেউ কাউকে চোখে হারান না। তবে সাইয়ারা জুটি তাদের প্রেম গোপন রেখেছেন। শোনা যাচ্ছে, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি বলেছেন প্রেমের খবর গোপন রাখতে। কারণ? দু’জনের নতুন তারকাখ্যাতিতে নাকি ‘কাপল ট্যাগ’ খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আপাতত চুপচাপ চলছে...