রাস্তার পাশে দোকান করা ব্যবসায়ী রাফিক বলেন, “ময়লার দুর্গন্ধে দোকানে বসা কষ্টকর হয়ে উঠেছে। ক্রেতারাও নাক চেপে দ্রুত চলে যান। পৌরসভা যদি নিয়মিত পরিষ্কার করত, আমাদের এই ভোগান্তি পোহাতে হতো না।” পথচারীরাও জানান, নোংরা-আবর্জনার কারণে হাঁটাচলার সময় নাক চেপে চলতে হচ্ছে। এতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ বিষয়ে চকরিয়া উপজেলা...