যশোর: যশোর উপশহর সাত নম্বর সেক্টরের শিশুপার্ককে ‘ঈদগাহ’ দাবি করে জেলা পরিষদ থেকে টাকা বরাদ্দ নিয়ে চলা কাজ এলাকাবাসীর বাধার মুখে বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরত চাওয়া হয়েছে বরাদ্দের টাকা। বিষয়টি নিয়ে আরো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যশোর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। অন্যদিকে, পার্কটি যে কর্তৃপক্ষের অধীন সেই উপশহর হাউজিং স্টেট কর্তৃপক্ষের দাবি, জেলা পরিষদ তাদের জায়গায় অর্থ বরাদ্দের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। হাউজিং স্টেট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কিছু জানতেও চাওয়া হয়নি। শিশুপার্কের মধ্যে ইট বিছানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, এই পার্কটি দখল হয়ে গেলে শিশুরা আর কোথাও খেলাধুলা করতে পারবেনা। ক্ষতিগ্রস্ত হবেন আশপাশের প্রায় দশ হাজার...