তীব্র বিরোধের পর অবশেষে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা ও কোটিপতি ইলন মাস্ক। ডানপন্থী কর্মী চার্লি কার্কের স্মরণসভায় এ ঘটনা ঘটায় জল্পনা শুরু হয়েছে যে দুইজনের সম্পর্ক আবারও মেরামতের পথে কিনা। দ্য গার্ডিয়ানে খবরে বলা হয়, অ্যারিজোনার একটি স্টেডিয়ামে আয়োজিত কার্কের স্মরণসভা অনুষ্ঠানে ট্রাম্প মাস্কের সঙ্গে হাত মেলান ও কিছুক্ষণ আলাপ করেন। সেখানে হাজার হাজার মানুষ চার্লি কার্ককে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। কার্ককে ১০ সেপ্টেম্বর উটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়। মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ২৭০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ দান করেছিলেন এবং রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনের পর তিনি ট্রাম্পের নেতৃত্বে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি- এর দায়িত্বে ছিলেন। এই বিতর্কিত সংস্থা মার্কিন ফেডারেল কর্মীবাহিনী ও এজেন্সিগুলোর হাজারো পদ...