যশোর ঝিকরগাছার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘মোহাম্মদ নিছার আলীকে মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নিছার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ গ্রেপ্তার হওয়া নিছার আলীর...