কক্সবাজারের যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব ও বিজিবি। এসময় তাদের হাতে বন্দি থাকা ৮৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।আরো পড়ুন:বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারনোয়াখালী হাসপাতালে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড নোয়াখালী হাসপাতালে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড আটকরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজারছড়া এলাকার সাইফুল ইসলাম (২০) এবং মো. ইব্রাহিম (২০)। সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র্যাব-১৫-এর সমন্বয়ে ২১ সেপ্টেম্বর দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।...