শিরোপা লড়াইয়ের মঞ্চে প্রতিপক্ষকে অল্পে আটকে রাখতে বল হাতে গুরুত্বপুণ দুটি উইকেট নিলেন আকিল হোসেন। পরে রান তাড়ায় খেললেন ক্যামিও ইনিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো আকিলের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগের ত্রয়োদশ আসরের ফাইনালে সেভাবে লড়াই জমাতেই পারেনি ওয়ারিয়র্স। বোলারদের আধিপত্যের লড়াইয়ে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেটে জিতেছে নাইট রাইডার্স। অবশ্য ত্রিনবাগোর রান তাড়ায় ১৫ ও ১৬তম ওভারের পাঁচ বলের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে নাটকীয়তা ফেরায় ওয়ারিয়র্স। ১১৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে কিছুটা শঙ্কায়ও পড়ে যায় ত্রিনবাগো। তখনই ক্রিজে যান আকিল হোসেন, দলের তখন ২২ বলে ১৫ রান প্রয়োজন। তবে এরপর আর দলকে দুর্ভাবনায় পড়তে দেননি আকিল। অষ্টাদশ ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে...