২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অজানা রোগে শতাধিক গরু-ছাগল মারা যাওয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র খামারীরা দিশেহারা। সামান্য জ্বরের পরই মৃত্যু ঘটছে গবাদি পশুদের। অনেক খামারি অসুস্থ পশু জবাই করে কম দামে বিক্রি করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে আক্রান্ত পশুর মাংস খাওয়ার কারণে সাধারণ মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারী মহল্লার আব্দুর রহমানের পুত্র মতিন মিয়ার একটি গরু অজানা রোগে আক্রান্ত হয়। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে চিকিৎসা করানো হলেও গরুটি আরও অসুস্থ হয়ে পরে এবং পরে জবাই করা হয়। এরপর কয়েকজনের শরীরে অসুস্থতা দেখা দেয়। খামারীরা জানিয়েছেন, গত এক...