ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। অন্যদিকে চীনের লিজাংয়ে চলছে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত টুর্নামেন্ট। সেখানেও খেলছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমির একটি দল। সবশেষ ম্যাচে লঙ্কান একাডেমিকে হারিয়েছে বাফুফে একাডেমি দলটি। সোমবার ভোরে শ্রীলঙ্কা একাডেমির বিপক্ষে ৮-০ ব্যবধানে জিতেছে বাফুফে একাডেমি। টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে চীনের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে ৪-০তে হারিয়েছিল লাল-সবুজ দল। দুই ম্যাচ জেতায় বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে। বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই নাঈম গোল করেন। তাহসান ১৬, রনি ২২ ও হেদায়েত ৩৯ মিনিটে...