তাহসান খানের সংগীতজীবনের ২৫ বছর পূর্ণ হলো এ বছর। রজতজয়ন্তীর এই মুহূর্তে এসে বড় সিদ্ধান্ত জানালেন তিনি—ধীরে ধীরে সংগীত ক্যারিয়ারের ইতি টানছেন। অস্ট্রেলিয়ায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সফরে আছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয় এই ট্যুর। এরপর ব্রিসবেন, সিডনি ও মেলবোর্নে গান শোনান তিনি। ২৭ সেপ্টেম্বর শেষবারের মতো পার্থে মঞ্চে উঠবেন। মেলবোর্ন কনসার্টে গান গাওয়ার সময়ই ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘অনেকে লিখছে এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব।’ তাঁর এমন ঘোষণায় দর্শকদের মধ্যে হতাশার সুর ওঠে। তখন হাসতে হাসতে তাহসান যোগ করেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ তবে সিরিয়াস ভঙ্গিতেই তিনি জানান, ‘অভিনয় থেকে অনেক আগেই...