গাজা শহরে ইসরাইলি সেনাদের ব্যবহৃত নতুন এক মারণাস্ত্র নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা একে বলছে ‘বুবি-ট্র্যাপ রোবট’— পুরোনো সামরিক যানকে বিস্ফোরকে ভরে রিমোট কন্ট্রোলে চালানো হয়, যা আবাসিক এলাকায় রেখে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এর ধ্বংসাত্মক প্রভাব বিমান হামলার চেয়েও ভয়ঙ্কর। গাজার বাসিন্দা এক বাসিন্দা বলেন, পুরনো ট্যাঙ্ক বা সাঁজোয়া যান বিস্ফোরকে ভরে রাস্তায় ফেলে রাখা হয়। কয়েক মিনিট পরেই বিস্ফোরণ ঘটে, আকাশ রক্তবর্ণ হয়ে যায়। আশপাশে কেউ থাকলে তাদের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না। গাজার এ বাসিন্দা আরও বলেন, এসব বিস্ফোরণে অনেক সময় সম্পূর্ণ ভবন মাটির সঙ্গে মিশে যায়। স্থানীয় আরও তিন বাসিন্দা জানায়, প্রতিটি বিস্ফোরণ ৩০০ থেকে ৫০০ বর্গমিটার এলাকা ধ্বংস করে দেয়। বহু পরিবার তাদের ঘরের ভেতরেই চাপা পড়ে গেছে। আল-জায়তুন,...