চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহএক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। অভিযানে হর্নিদূর্গাপুর বৈদ্যবাড়ির মো. হাছান ওরফে গামছা হাছানের ছেলে মো. তারেক (৩০) মোটরসাইকেলসহ আটক হন। অভিযোগ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির মালিক সফিকুর রহমান সবুজ, পেশায় শিক্ষক। তিনি স্থানীয় হর্ণি তাহেরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত ৭ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হয়ে নিজের মোটরসাইকেলটি খুঁজে পাননি। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তিনি। পরে সবুজ ফরিদগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী রোববার রাতে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে এবং অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেলের...