বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১২টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। এই লড়াইয়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে। কিন্তু মার্সেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচ আর ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান একই দিনে হওয়ায় তার উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত রবিবার প্রবল বৃষ্টির কারণে বাতিল হয় লিগ ওয়ানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি। ফরাসি ফুটবল লিগ (এলএফপি) ঘোষণা করেছে, নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়) মার্সেইয়ের মাঠে খেলতে যাবে পিএসজি। অন্যদিকে একই সময়েই প্যারিসে বসবে বলন ডি’অরের আসর। দেম্বেলে এই বছরের অন্যতম ফেবারিট। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। সেইসঙ্গে লিগ ওয়ান ও ফরাসি কাপও জিতিয়েছেন প্যারিসের ক্লাবটিকে। গত মৌসুমে তার ঝুলিতে ছিল ৩৫ গোল...