উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তিনি রওনা হয়েছে, চিকিৎসা শেষে দেশে ফিরবেন।" দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, "মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।" গত ২৯ অগাস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ...