আগামী মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তফসিল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোতগ্রহণ। এদিকে নির্বাচন নিয়ে সোমবার আসন্ন নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। এদিকে সরকার বাড়াবাড়ি করতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবি নির্বাচনে যা হচ্ছে তা আসলে নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে। আমার কাছে মনে হচ্ছে...