শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালি নদীর উপর আমবাগান–বাতকুচি ঘাটের ষ্টীল ব্রিজটি গত বছরের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে। জনদুর্ভোগের এক বছর পার হলেও ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে রশিটানা নৌকাই এখন হাজারো মানুষের নদী পারাপারের ভরসা হয়ে উঠেছে। দ্রত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। সারেজমিনে দেখা যায়, চেল্লাখাল নদীর মধ্যে রয়েছে একটি কাঠের নৌকা। নৌকাটির দুই মাথা রয়েছে রশি দিয়ে বাঁধা। রয়েছে পারাপারের টাকা তোলার জন্য একজন কিশোর মাঝি। সাধারণ মানুষ নৌকায় উঠে কখনও নিজেরাই রশি টেনে পার হয়, আবার কখনও ওই কিশোর মাঝি রশি টেনে পার করে দেয়। জনপ্রতি ভাড়া নেয় পাঁচ টাকা। মাঝে মধ্যে রশি টানার মতো মানুষ না থাকলে শিশু শিক্ষার্থীসহ নারীরা এসে বসে থাকে। যখন রশি টানার মতো মানুষ আসে তখন তাদের সাথে তারা...