কর্মস্থল থেকে ফেরার পথে এক সপ্তাহ আগে নিখোঁজ হন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের তালেবুর রহমান টুকু (৫২)। কিন্তু এক সপ্তাহ পরও তার কোনো হদিস মেলাতে পারেনি কুষ্টিয়া পুলিশ। এ বিষয়ে রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা। সেখানে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালুর ঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান। লিখিত সংবাদ সম্মেলনে জারমান বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেয়া বালুর ঘাটে হিসাব নিকাশ করতেন। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এ সময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে উঠে বাসায় ফিরব।’ সন্ধ্যা ৭ টা ৫০...