আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। পুরান ঢাকার এক সড়কে পানিবদ্ধতার মধ্যে বিদ্যুতায়িত হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাও ঘটে। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া, মতিঝিল, ধানমন্ডি, পান্থপথ, গ্রিন রোড, খিলগাঁও, বনশ্রীসহ রাজধানীর বহু এলাকায় হাঁটু সমান পানি জমে। বৃষ্টির কারণে পথে পথে বিকল হয়ে পড়ে বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন। অনেক যাত্রী পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। মিরপুর থেকে ঢাকা মেডিকেলে যেতে থাকা এক শিশুর পরিবার জানায়, বিকল হওয়া অটোরিকশায় আটকে গিয়ে তারা বিপাকে পড়েন। ঢাকা মেট্রোরেল থেকে নেমে মতিঝিল গোপীবাগ পর্যন্ত যেতে ভোগান্তির শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী নাফিয়া রহমান। তিনি বলেন, “রিকশা ছাড়া...