ঢাকার বংশালের নাজিরা বাজার চৌরাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন। বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, আমিন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় পানিতে পড়ে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পথচারীরা বাঁশ দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। তবে ওই খুঁটি থেকে নাকি অন্য কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছেন—তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ঢাকা মেডিকেল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা...