ঢাকা: চলমান বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের বর্তমান শর্ত কোনো নিরাপত্তা গ্যারান্টি ছাড়া মেনে নিলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি আবারও ১৯৯৭ সালের ভয়াবহ সংকটে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। খবর রয়টার্স।সংবাদ মাধ্যমটিতে লি জানান, গত জুলাইয়ে সিউল ও ওয়াশিংটনের মধ্যে একটি মৌখিক বাণিজ্য চুক্তি হয়েছে। এতে ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক হ্রাসের বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়। পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেয়ার কথাও ছিল। তবে এখন পর্যন্ত চুক্তিটি লিখিতভাবে চূড়ান্ত হয়নি।লি বলেন, মূল সমস্যা হচ্ছে—এই বিপুল বিনিয়োগ কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে উভয় পক্ষের মতবিরোধ। তিনি সতর্ক করে বলেন, “কারেন্সি সুইপ ব্যবস্থা ছাড়া যদি কোরিয়া সরাসরি ৩৫০ বিলিয়ন ডলার নগদ হিসেবে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করে, তবে আমাদের অর্থনীতি ১৯৯৭ সালের সংকটের পুনরাবৃত্তির ঝুঁকিতে পড়বে।”তবে বর্তমানে...