গত বছর জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় মাহফুজুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা। এর আগে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে...