প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা ইউনূসসহ প্রতিনিধি দলকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন, আর আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং উত্তেজনা দেখা দেয়। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রবিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইউনূস ও তার সফরসঙ্গীরা। সোমবার দুপুরে তাদের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সফর সামনে রেখে শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী ও অঙ্গ...