বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীরা দুপুর একটা পর্যন্ত টানা চার ঘণ্টা জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। আসন পুনবর্হালের দাবিতে দফায় দফায় নানা কর্মসূচি পালন করার পরও নির্বাচন কমিশনের টনক না নড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আন্দোলনকারীরা অবিলম্বে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এরআগে গত সপ্তাহে পরপর তিনদিন চার ঘণ্টা করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এতে নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ের নিয়মিত কার্যক্রম ব্যাহত...