ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা এবং হাইওয়ে থানাসহ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৭ জনের নামে মামলাটি করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করেন।আরো পড়ুন:যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪জুলাই মামলার আসামি হয়েছেন বেরোবির সহকারী প্রক্টর যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে। শুক্রবার করা মামলায় আসামিদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন- হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং...