ভার্চুয়াল কে-পপ তারকাদের সদস্যদের মানহানি করার জন্য এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে ৫ লাখ ওয়ান (৩৬০ ডলার) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দ্য কোরিয় টাইমস বলছে, ‘প্লেভ’ নামের এই কে-পপ গ্রুপটির পাঁচ সদস্যের কেউ মানুষ নন, তারা ভার্চুয়াল চরিত্র। যারা দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয়। এসব চরিত্র নির্মাণ করা হয়েছে মোশন-ক্যাপচার প্রযুক্তি দিয়ে অজ্ঞাতনামা পারফরমারদের কণ্ঠ ও অ্যানিমেশন ব্যবহার করে। গত বছর, প্লেভের এজেন্সি অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রুপ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য একজন সোশাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করে। আদালত এই রায় দেয় চলতি বছরের মে মাসে; আর আদালতের ওয়েবসাইটে ওই রায় প্রকাশ হয়েছে চলতি মাসে। চলতি বছরের মে মাসে আদালত এই রায় দেয়। চলতি মাসে আদালতের ওয়েবসাইটে সেই রায় প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে আত্মপ্রকাশ করে ‘প্লেভ’। এই কে-পপের...