ঢাকার ধামরাই উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। এতে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার পাড়াগ্রাম-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় রোববার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দেপাশাই এলাকার কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। আহত সাইফুজ্জামান ও মিজানকে ধামরাইয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, “পিকআপ ভ্যানের চালক আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজার যান। সেখানে ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে ধামরাই ফিরছিলেন। “পথে কান্দাপটল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি সড়কের পাশে...