২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম গবেষণায় বিশ্বমঞ্চে আবারো দ্যুতি ছড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক। এর মধ্যে ১৩ জন বর্তমানে রাবিতে কর্মরত। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে ১৯ সেপ্টেম্বর। তালিকায় স্থান পাওয়া গবেষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলি আকবার, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম এইচ. মন্ডল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক জাকের হোসাইন ও অধ্যাপক আতোয়ার রহমান। ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির...