পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ বলেন, এ বছর মণ্ডপের সংখ্যা বেড়েছে। প্রতিটি মণ্ডপের জন্য সরকারি সহায়তা, চাল বরাদ্দ ও নগদ অর্থ দেয়া হয়েছে।জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, সকলের সহযোগিতায় নির্ঝঞ্ঝাট ও আনন্দঘন পরিবেশে উৎসব শেষ করতে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।এবার শঙ্কাহীন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দুর্গোৎসবের আনন্দে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।নিউজজি/এসএম সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ বলেন, এ বছর মণ্ডপের সংখ্যা বেড়েছে। প্রতিটি মণ্ডপের জন্য সরকারি সহায়তা, চাল বরাদ্দ ও নগদ অর্থ দেয়া হয়েছে।জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, সকলের সহযোগিতায় নির্ঝঞ্ঝাট ও আনন্দঘন পরিবেশে উৎসব শেষ...