ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বা ‘শুল্ক বোমা’ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে ভারতের ওপরও—চাপ বাড়ছে দেশটির অর্থনীতি ও রপ্তানি খাতে। এই বিতর্কের রেশ না কাটতেই হোয়াইট হাউস থেকে জারি করা হয়েছে নতুন নির্দেশনা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।ট্রাম্পের নতুন নির্দেশএইচ-১বি ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র, যা অভিবাসীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মূলত এইচ-১বি হলো অস্থায়ীভাবে কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত ভিসা। ১৯৯০ সালে চালু হওয়া এই কর্মসংস্থান-ভিত্তিক ভিসার মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের বহু মানুষ যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।কিন্তু হোয়াইট হাউসের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, কোনো সংস্থা যদি বিদেশি নাগরিককে নিয়োগ দিতে চায়, তাহলে তাদের অতিরিক্ত ফি দিতে হবে। প্রতি কর্মী পিছু বছরে ১ লাখ ডলার—অর্থাৎ ভারতীয়...