বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫২:৪৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। পটুয়াখালী: বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ইমার্জেন্সী হেলথ রেসপনস গ্রুপ গঠন, সদস্যদের করনীয়, কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ।বিশেষ অতিথি ছিলেন এমডিডিসি ইউএইচসি ডা. গোলাম মাস্তাহিম তাসরিপ, জুনিয়র কলসালটেন্ট ডা. মাসরেদুল ইসলাম, ডা. শামিম আক্তার তরন। ওয়ার্কশপ পরিচালনা করেন ব্যাক প্রোগ্রাম অফিসার সুব্রতম মল্লিক, আরিফুল ইসলাম।উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ জন করে ইমার্জেন্সী গ্রুপ সদস্য অংশগ্রহন করেন।নিউজজি/এসএম পটুয়াখালী: বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ইমার্জেন্সী হেলথ রেসপনস গ্রুপ গঠন, সদস্যদের করনীয়,...