স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। সেখানে কর্মব্যস্ত জীবন তার। চার মাস আগে প্রায় আড়াই বছর পর দেশে আসেন নওশীন। এবার যাওয়ার পালা। তাই স্বামী আদনান ফারুক হিল্লোল ও মেয়ে মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রে।পরিবারের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিল্লোল ও নওশীন। ছবি : সংগৃহীতঅভিনেতা ও ইউটিউবার আদনান ফারুক হিল্লোল তার ফেসবুকে তাদের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একটি ছবি শেয়ার করে হিল্লোল ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় বাংলাদেশ, আবার দেখা হবে ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারি, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন।’এবারের ছুটিতে এসে একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়েছেন নওশীন। তবে, নাটক কিংবা উপস্থাপনায় দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিল্লোল ও নওশীন। ছবি : সংগৃহীতঅভিনেতা ও ইউটিউবার আদনান ফারুক হিল্লোল তার ফেসবুকে তাদের...