ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রেস ব্রিফিং-এ একথা বলেন আবিদ। আবিদ জানান, নির্বাচনের পর ঢাবি প্রশাসনের কাছে নানা অনিয়মের অভিযোগ জানালেও তারা সেসব আমলে না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোটের যে রাজনৈতিক সংস্কৃতি, সেদিকে না গিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করে ছাত্রদল ধৈর্য ধরেছে, কোন...